smartphone tips / নতুন smartphone কেনার আগে যে তথ্যগুলো জেনে নেওয়া জরুরি

স্মার্টফোন কী এবং কেনো?
স্মার্টফোন একটি বিশেষ ধরনের মোবাইল ফোন, যা
মোবাইল কমপিউটিং প্লাটফর্মের ওপর প্রতিষ্ঠিত এবং মোবাইল অপারেটিং সিস্টেমে
চলে। ফিচার ফোনের তুলনায় অত্যাধুনিক কমপিউটিং সুবিধা ও কানেক্টিভিটিসম্পন্ন
এ ফোনটিতে ইন্টারনেট, মাল্টিমিডিয়া ও টাচস্ক্রিন সুবিধা থাকায় ক্রমেই
জনপ্রিয় হয়ে উঠেছে। একটি সাধারণ মোবাইলের সাথে পার্সোনাল ডিজিটাল
অ্যাসিস্ট্যান্ট (পিডিএ) সুবিধা যুক্ত করে বিশ্বের প্রথম স্মার্টফোনটি বের
করা হয়। পরে এর সাথে যুক্ত হয়েছে পোর্টেবল মিডিয়া প্লেয়ার, নিম্মমানের
কমপ্যাক্ট ডিজিটাল ক্যামেরা, পকেট ভিডিও ক্যামেরা ও জিপিএস সুবিধা।
বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনেই হাই রেজ্যুলেশন টাচস্ক্রিন ও মোবাইল উপযোগী
ওয়েব ব্রাউজার রয়েছে। মোবাইল ব্রডব্যান্ড ও ওয়াই-ফাই সুবিধার মাধ্যমে
উচ্চগতির ডাটা অ্যাক্সেস সুবিধা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দৈনন্দিন
জীবনের সব চাহিদা একটি মাত্র ডিভাইসের মাধ্যমে মেটানোর সুবিধা দিতে মোবাইল
অ্যাপ মার্কেট ও মোবাইল ই-কমার্স গড়ে উঠেছে।
এখন স্মার্টফোনের যুগ
বললে খুব বেশি বাড়িয়ে বলা হবে না। এ ডিভাইস যেন মোবাইল ফোনের ধারণাই বদলে
দিয়েছে। শুধু কথা বলা নয়, বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্টারনেট ও
অ্যাপসসহ নানান প্রযুক্তি সুবিধা। নানাবিধ সুবিধা থাকার কারনে এর বিক্রি
বেড়ে চলেছে ক্রমাগত ভাবে। প্রযুক্তির সর্বশেষ এই সংস্করণ
প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে অবস্থান করছে। হাল ফ্যাশন এর তরুণদের
চাহিদা মেটানোর পাশাপাশি আপনার কম্পিউটারের অনেক কাজও এতে করা যায়। একে
কম্পিউটারের মোবাইল সংস্করণও বলা যায়। স্মার্টফোনে মুভি দেখা, হাই ডেফিনেশন
গেইমস খেলা, ভিডিও ও ইমেজ এডিটিং, ক্যামেরা, মাইক্রোসফট অফিস – কি নেই!
বেশ কিছু অর্থ খরচ করে শখের জিনিসটি কিনতে গেলে নানা দোটানায় পড়তে হয়। এটা
ভালো হবে তো, নাকি ওটা? এমন আরো অনেক প্রশ্ন। এ যুগে অতিপ্রিয় মোবাইল
ফোনসেট কেনার সময় তো চিন্তার শেষ নেই। তাই আপনাদের মস্তিষ্কের চাপ কিছুটা
কমিয়ে দিতে মোবাইল ফোনসেট কেনার টিপস গুলো দেয়া হলো।
No comments:
Post a Comment