Tuesday, November 22, 2016

smartphone tips / নতুন smartphone কেনার আগে যে তথ্যগুলো জেনে নেওয়া জরুরি/Battery








একটি মোবাইল সম্পূর্ণ ব্যাটারি চার্জ করার পর (যেকোন নেটওয়ার্কে কানেক্ট হয়ে; যেমন: রবি/জিপি) সর্বোচ্চ যতক্ষণ on থাকতে পারে সেই সময়কেই স্ট্যান্ডবাই টাইম বলা হয়। এই সময়ের মধ্যে মোবাইলের মাধ্যমে কথা বলা, গেম খেলা, নেট ব্রাউজ ইত্যাদি করা হলে তা স্ট্যান্ড-বাই টাইমের মধ্যে গণ্য হবে না। তবে, নেটওয়ার্ক দুর্বল হলে অথবা মোবাইল কোন চলন্ত যান এ থাকলে এই সময়ের হেরফের হতে পারে।

একটি মোবাইল সম্পূর্ণ ব্যাটারি চার্জ করার পর একটানা কথা বলে এর চার্জ পুরোপুরি নিঃশেষ করতে যত সময় লাগে তাকেই বলা হয় টক-টাইম

 ফোনে যেকোনো অডিও ফাইল প্লে করে (ইয়ারফোনের মাধ্যমে শুনে, লাউড স্পিকার নয়) সম্পূর্ণ ব্যাটারি নিঃশেষ করতে যত সময় লাগে তাকে সাধারণত বলা হয়ে থাকে মিউজিক প্লেব্যাক টাইম। (ফোন functionality বন্ধ / Flight Mode চালু অবস্থায়)

No comments:

Post a Comment